সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
১. অনলাইনে জন্ম নিবন্ধন
২. কম্পিউটার কম্পোজ
৩. ছবি তোলা
৪. ইন্টার্নেট ব্রাউজিং
৫. পরীক্ষার ফলাফল
৬. ই-মেইল
৭. ফটোকপি
৮. অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি
৯. সরকারি ফরম
১০. প্রিন্টিং
১১. স্ক্যানিং
১২. কম্পিউটার প্রশিক্ষণ
১৩. চাকরী তথ্য
১৪. নাগরিক সেবা
১৫. কৃষি তথ্য
১৬. ফ্লেক্সিলোড
১৭. মোবাইলে রিংটোন ডাউনলোড
১৮. প্রোজেক্টর ভাড়া
১৯. লেমিনেটিং
২০. ভিডিও কনফারেন্স
২১. ফোন কল
২২. আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য ও পরামর্শ
২৩. স্বাস্থ বিষয়ক পরামর্শ
২৪. জীবন বীমা সেবা
২৫. মোবাইল ব্যাংকিং
২৬. শিক্ষা তথ্য
২৭. অন্যান্য
২৮.পল্লী বিদ্যুতের বিল নেওয়া হয় বিল প্রতি সার্ভিস চার্জ ০৫ টাকা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS